রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

Prof. Dr. Abdullah Omar Nasseef









Prof. Dr. Abdullah Omar Nasseef

Honorable Chairman, Islamic University Chittagong Trust
Former Deputy Speaker, Majlis-Al-Shura (Saudi Parliament), K.S.A
Prof. Dr. Abdullah Omar Nasseef is a Saudi chemist and geologist. Nasseef has a Ph.D degree from Leeds University in the United Kingdom. He is a professor at King Abdulaziz University in Jeddah, and serves as Chief Scout of the Saudi Arabian Boy Scouts Association, which he joined in 1956. He is chairman of the World Muslim Congress, chairman of the founding board of Sahm Al-Nour Trust, and Former Secretary General of Muslim World League.
In 1983, Nasseef was awarded the Bronze Wolf, the only distinction of the World Organization of the Scout Movement, awarded by the World Scout Committee for exceptional services to world Scouting.
Indeed, the development of IIUC so far, could never be achieved unless it gets profound support from its honorable patrons from home and abroad, especially His Excellency Prof. Dr. Abdullah Omar Naseef

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

এক হাজার মেধাবী শিক্ষার্থীকে বিমানে চড়ার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। শিক্ষার্থীদের নিয়ে প্রথম ফ্লাইটটি উড়বে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে।

, 'ফ্লাইয়িং দ্য ফিউচার অব বাংলাদেশ' শিরোনামে ২০১৬ সালের মধ্যে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আরও মনোযোগী করার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স এ বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছে। পর্যটন বর্ষকে আকর্ষণীয় করার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোকে এ প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়েছে।

, এই প্রোগ্রামে অংশ নিতে চাইলে অংশগ্রহণকারীকে অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী হতে হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত ফরম পূরণ করে বিভাগীয় শিক্ষকের সুপারিশ নিয়ে তা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে লগ ইন করতে হবে- www.facebook/usbair।

এই প্রোগ্রামের আওতায় একটি ফ্লাইট আকাশে ওড়ার পূর্বে কী কী কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে তা সরাসরি ফ্লাইট ক্যাপ্টেন ও ফ্লাইট ইঞ্জিনিয়ারদের কাছ থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা।

বর্তমানে ৭৬ আসনবিশিষ্ট তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

Tactful Dawah process

  • Listen! Smile!
  • Be friendly, respectful, and gentle
  • Be a living example of the truth and peace of Islam
  • Choose your time and place carefully
  • Find common ground; speak a common language with your audience
  • Avoid Arabic terminology with a non-Arabic speaker
  • Have a dialogue, not a monologue
  • Clear up any misconceptions about Islam
  • Be direct; answer questions asked
  • Speak with wisdom, from a place of knowledge
  • Keep yourself humble; be willing to say, "I don't know"
  • Invite people to an understanding of Islam and tawhid, not to membership in a particular masjed or organization
  • Do not confuse religious, cultural, and political issues
  • Do not dwell on practical matters (first comes a foundation of faith, then comes day-to-day practice)
  • Walk away if the conversation turns disrespectful or ugly
  • Provide follow-up and support for anyone who expresses interest in learning more
Press Note from IIUC

বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

Faculty Members of DIS

www.iiuc.ac.bd

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর!

মসজিদে নববীতে ‘ইলমী মুতুন মুখস্থ কোর্স’ حفظ المتون العلمية بالمسجد النبوي বিশ্বের যে কোন প্রান্ত থেকে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে দ্বীনী ইলম শিক্ষার অপূর্ব সুযোগ! ‘ইলমী মুতুন মুখস্থ কোর্স’ মদিনা মুনাওয়ারার মসজিদে নববী থেকে পরিচালিত একটি দূরশিক্ষা মূলক প্রোগ্রাম। এটি মসজিদে নববীর সম্মানিত ইমাম ও খতীব শায়খ ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। ইন্টারনেটের সাহায্যে কোর্সের যাবতীয় পাঠ সম্পন্ন হয়ে থাকে বিধায় শিক্ষার্থীর সশরীরে ক্লাসে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। কোর্সের রেজিস্ট্রিকৃত শিক্ষার্থীদের জন্য রয়েছে iVocalize টেকনোলোজি সমৃদ্ধ উচ্চ কোয়ালিটি সম্পন্ন ক্যামেরা এবং অডিও-ভিজুয়াল ভিত্তিক অনলাইন ক্লাস রুম। নাম রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: http://mottoon.com/Registration.aspx অনলাইনক ক্লাস রুমের লিংক: http://tsmi3-m8.f.islamrooms.com/ পাঁচটি লেভেল সম্পন্ন করার পর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে মসজিদ নববী থেকে মূল্যবান সার্টিফিকেট প্রদানের পাশাপাশি উমরার টিকেট প্রদান করা হবে (যাতায়াত, থাকা-খাওয়ার ব্যবস্থা সহ)। হেফজ সমাপ্ত কারী ছাত্রী বা অপ্রাপ্ত বয়সের ছাত্র হলে তার সাথে একজন অবিভাবকও এই সুযোগ পাবেন। বৈশিষ্টাবলী: ১) শিক্ষার্থীর বাসস্থান বা কর্মস্থল যেখানেই থাকুক না কেন খুব সহজেই তার ইলমী মুতুন মুখস্ত বিষয়ে তদারকী করা যায়। ২) ছোট, বড়, পুরুষ, নারী সকলের জন্য উন্মুক্ত। ৩) পাঁচটি লেভেলের প্রতিটি লেভেল শেষে মসজিদে নববী থেকে মূল্যবান সার্টিফিকেট প্রদান। ৪) অডিও ও টেক্সট উভয় ফরমেটে সিলেবাস ডাউনলোড করা যাবে আমাদের এই ওয়েব সাইট থেকে www.mottoon.com অনুরূপভাবে Android মোবাইলে Google Play Store থেকেও মুতুন এ্যাপ ডাউনলোড করা যাবে। এ্যাপটি ডাউনলোড করতে Play Store এর সার্চ বক্সে লিখুন motoon ৫) কোর্স অংশ গ্রহণ সম্পূর্ণ ফ্রি ৬) ঈদুল আযহা ও ঈদুল ফিতরের ছুটি ছাড়া সারা বছর ক্লাশ। ৭) শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ৮) কোর্স সমাপ্ত করার সময় সীমা শিক্ষার্থীর উদ্যম,মেধা ও ধৈর্য্যের উপর নির্ভর করে। উল্লেখ্য যে, উক্ত কোর্সের সকল পাঠ্যবই আরবী ভাষায় রচিত। তবে বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য বাংলাভাষী শিক্ষক দ্বারা পাঠ দান কার্যক্রম পরিচালিত হয়। হিফজুল মুতুন এর জন্য সিলেবাস: المتون المقررة : ১) লেভেল-১ (চারটি বই) المستوى الأول/ ويشمل المتون التالية: ـ نواقض الإسلام. 2ـ القواعد الأربع. 3ـ الأصول الثلاثة. 4ـ الأربعون النووية. ২) লেভেল-২ (তিনটি বই) المستوى الثاني/ ويشمل المتون التالية: 1ـ تحفة الأطفال. 2ـ شروط الصلاة وأركانها وواجباتها. 3ـ كتاب التوحيد. ৩) লেভেল-৩ (চারটি বই) المستوى الثالث/ ويشمل المتون التالية: 1ـ منظومة البيقوني 2ـ قصيدة أبي إسحاق الإلبيري 3ـ المقدمة الآجرومية 4ـ العقيدة الواسطية ৪) লেভেল-৪ (চারটি বই) المستوى الرابع/ ويشمل المتون التالية: 1ـ الورقات 2ـ عنوان الحكم 3ـ الرحبية 4ـ العقيدة الطحاوية ৫) লেভেল-৫ (তিনটি বই) المستوى الخامس/ ويشمل المتون التالية: 1ـ بلوغ المرام 2ـ زاد المستقنع 3ـ ألفية ابن مالك অনলাইন ক্লাস রুমে প্রবেশের সময়সূচী: (রবিবার থেকে বৃহস্পতিবার) সকাল: ৯:০০টা থেকে দুপুর ৩:০০টা (BD TIME) সকাল: ৬:০০ থেকে দুপুর ১২:০০ পর্যন্ত (KSA TIME) সন্ধ্যা: ৭:৩০ মি: থেকে রাত ১২টা (BD TIME) সন্ধ্যা: ৪:৩০ মি: থেকে রাত ১০টা (KSA TIME) কোন প্রতিষ্ঠানের একাধিক ছাত্র/ছাত্রী কোর্সে অংশ গ্রহণ করতে চাইল মোবাইল নাম্বারসহ প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা, ছাত্র/ছাত্রীদের নামের তালিকা ও নূন্যতম একজন দায়ীত্বশীলের নাম ইমেইল করে পাঠাতে হবে নিম্নের ঠিকানায়: motton@hotmail.com info@mottoon.com অথবা সরাসরি কোর্সের ক্লাস রুমে যোগাযোগ করা যাবে নিচের লিংকে: http://tsmi3-m8.f.islamrooms.com/ আরও বিস্তারিত জানতে কল করুন: ০১৭১৮৩৮১০০৪, ০১৯৩৪৯৫৭০১০ (বাংলাদেশ) +৯৬৬৫৩১১৩৪২৭২, +৯৬৬৫০৮৯৮২০২৬ (মদীনা, সাউদী আরব) মসজিদে নববী থেকে পরিচালিত হিফযুল মুতুন এর নিজস্ব ওয়েব সাইট: http://mottoon.com/